কুড়িগ্রামে মাদক মুক্ত সমাজের দাবিতে ব্যবাসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/images-18.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে মাদক মুক্ত সমাজের দাবিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজারে “মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসার, মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের শিক্ষাঙ্গন” লেখা সম্বলিত ব্যানার নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে বাজার ব্যবসায়ী সংগঠন এবং এলাকাবাসী। মানববন্ধন শেষে মাদক বিরোধী মটর সাইকেল শোডাউন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন -মধ্যকুমরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ছয়ফুর রহমান, কার্যকরি সদস্য ফখরুল ইসলাম, আব্দুল মালেক ও ইউপি সদস্য হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের গ্রামের প্রতিটি ঘরের সন্তান এখন মাদকে আসক্ত। মাদক তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, সংসার ধ্বংস করে দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে বিপদগামী সন্তানরা এলাকায় চুরি-ছিনতাই সহ না অপকর্মে জড়িয়ে পড়ছে।
এখনই মাদক নির্মুল করা না গেলে আমাদের নতুন প্রজন্ম পুরোপুরি ধ্বংস যাবে। আমরা অবিলম্বে কুড়িগ্রামে পুলিশ সুপার, সদর থানা পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন