কুড়িগ্রামে ৪৬ টি পরীক্ষাকেন্দ্রে ২৪ হাজার ১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/Kurigram-SSC-EXam-News-Photo-15.02-2024.doc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি ,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জেলার ৮ উপজেলায় নিয়মিত ও অনিয়মিত ২২ হাজার ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী ৩৪ টি পরীক্ষাকেন্দ্রে এবং ১২ টি পরীক্ষাকেন্দ্রে ১ হাজার ৯ ৫৩ জন ভোকেশনাল ও দাখিল পরীক্ষার্থী অংশগ্রহন করছে।
এরমধ্যে কুড়িগ্রাম পৌরসভায় কেন্দ্র রয়েছে ৫টি। জেলার ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি,এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য জেলা থেকে ৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি করে ভিজিলেন্স টিম গঠন করেছেন।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম জানান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন কাজ করছে । তিনি আরো জানান ইতিমধ্রে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। সেইসাথে প্রশ্নপত্র ফাঁসের গুজব কিংবা ভুয়া প্রশ্নপত্র বিক্রি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সকলে সজাগ রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন