কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী সেবাইত প্রশিক্ষণ শুরু
কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী সেবাইত প্রশিক্ষণ শুরু । ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সহায়তায় ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে ।
শনিবার (২২ জুন) কুড়িগ্রাম দক্ষিণ পাড়া মন্দির চত্বরে এ প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম । হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ।
এ প্রশিক্ষনে জেলার ২০ টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন