কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময়

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক বিএমএফ কুদরাত ই খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান।

এ সময় বক্তারা চরের মানুষের জীবন যাত্রা,যোগাযোগ, উন্নয়ন, নদীভাঙ্গন, কৃষি,শিক্ষা, চিকিৎসা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা বলেন,আমরা চরের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের জন্য প্রস্তাবনা পাঠাবো।

কুড়িগ্রাম জেলার ৪২০ টির অধিক চরে ৬ লাখের অধিক লোক বাস করে। কুড়িগ্রাম জেলার উন্নয়নে চর একটি বড় বাধা। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের আদলে যদি চর বিষয়ক মন্ত্রণালয় গঠনে সদাশয় সরকার অনুমতি বা অনুমোদন দেয় সেক্ষেত্রে শুধু কুড়িগ্রাম নয় সারাদেশের চরবাসীর জীবন যাত্রার মানে উন্নযন ঘটবে বলে তিনি প্রত্যাশা করেন।