কুবিতে ২৩৬ জন শিক্ষার্থী পাচ্ছে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ২৩৬ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ মনোনীত করা হয়েছে। মেধা ও অসচ্ছল এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
১৪ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়কে লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। তারজন্য আমাদের নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হয়। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় উৎসাহী হয় তার জন্য এই টাকাটা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমি যতদিন উপাচার্য হিসেবে আছি ততদিন এটা দিয়ে যাবো। আর এটা যেন নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকে তার জন্য একটা সিস্টেমের মধ্যে রেখে যাওয়ার চেষ্টা করবো।
উল্লেখ্য বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ১৬ই নভেম্বর (বুধবার) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৃত্তির চেক বিতরণ করা হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন