কুবি’র ভর্তিযুদ্ধ সম্পন্ন
ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হয় দুদিনব্যপী চলমান এই ভর্তিযুদ্ধ।
ভর্তি পরীক্ষার ফলাফল যথাসম্ভব আগামী সোমবার (১২ নভেম্বর) বিকালের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের।
শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২১ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের মোট ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৬ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সর্বমোট ২১টি কেন্দ্রে ১৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। যাতে উপস্থিতির সংখ্যা ছিলো শতকরা ৪৯.০৪ জন।
একইদিন সকাল ১০টায় ‘সি’ ইউনিটের(ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১১ টি পরীক্ষাকেন্দ্রে ৮ হাজার ২৬০ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ‘সি’ ইউনিটে মোট আবেদন করেছিলো ১২ হাজার ১৮৯ জন। আবেদনের শতকরা ৬৭.৭৬ জন উপস্থিত ছিলো ভর্তি পরীক্ষায়।
এর আগে শুক্রবার (৯ নভেম্বর) ‘বি’ ইউনিটের মোট ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী।ভর্তি পরীক্ষায় সর্বমোট ১৮টি কেন্দ্রে ১৪ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যাতে উপস্থিতির সংখ্যা ছিলো শতকরা ৬১.২৫ জন।
ভর্তি পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের নিয়ে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। এছাড়াও ভর্তি কার্যক্রমে সার্বক্ষণিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিএনসিসি এবং রোভার স্কাউট কুবি ইউনিট প্রমুখ।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল ভর্তি পরীক্ষা নিতে সফল হয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগীতায় এটা সম্ভব হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন