কুমিল্লায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লার মনোহরগঞ্জে জয়নাল হাজারী (৩৫) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। জয়নাল উপজেলার সরসপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি সরসপুর ইউনিয়নের ভাউপুর পূর্বপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।
নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে জয়নালের উপর ওই সন্ত্রাসী হামলার ঘটনার ঘটে। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সন্ধ্যায় তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
জয়নাল দীর্ঘ ৭ মাস জেলহাজতে থাকার পর গত ১৫ দিন আগে জামিনে বের হয়।
মনোহরগঞ্জ থানার ওসি মো.মেজবাহ উদ্দিন জানান, আমাদের থানায় ওই যুবদল নেতার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো থানায় মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন