কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছয়টি পদে পরিবর্তন
ইমদাদুল হক মিরন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনিক পদসহ মোট ৬টি পদে পরিবর্তন আনা হয়েছে। হল প্রাধ্যক্ষ, হাউজ টিউটর, সহকারী প্রক্টর ও সাংস্কৃতিক প্রতিনিধিসহ মোট ৬টি পদে নতুন ৬ মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দী’র মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. জিয়া উদ্দিন। একইসাথে ঐ হলের হাউজ টিউটর- সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় উক্ত হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আশিষ চন্দ্র দাস এবং আইন বিভাগের প্রভাষক মো. আবু বকর ছিদ্দিক।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর- সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান হাফিজুর রহমানের মেয়াদ পূরণ হওয়ায় উক্ত পদে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান।
আগামী (০২) দুই বছর সংশ্লিষ্ট পদসমূহে তারা দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামূল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন