কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হলো শেখ রাসেল দিবস
নানা আয়োজনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) সকাল ১০ টায় র্যালির মাধ্যমে এই দিবসটি উদযাপন শুরু হয়।
এই র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সায়েন্স ফ্যাকাল্টি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা হয়। কেক কাটা শেষে বৃক্ষরোপন করা হয়।
পরবর্তী সাড়ে ১১ টা থেকে প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন