কুড়িগ্রামের নদীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/lash-লাশ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী থেকে অপরিচিত যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ইসলামপুরে দুধকুমার নদের সংযোগে স্লুইসগেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে স্থানীয়া পানিতে মরদেহটি ভাসতে দেখে। এলাকায় গন্ধ ছড়িয়ে যায়। পরে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, মরদেহটি বন্যার পানিতে দুধকুমারের উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করা হবে। স্বজনদের পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন