কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইনসহ আটক-২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/png_20221219_202325_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে হেরোইন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
১৯ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটক কৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি এলাকার পিতা-মৃত জসিম উদ্দিন ছেলে মো. শাহজাহান আলী (৫০) ও বাগভান্ডার এলাকার মৃত আব্দুল শেখে এর পুত্র মোঃ মাইদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরে ইউনিয়নের পূর্ব ভোটহাট এলাকা ভারতীয় সীমান্ত হতে হেরোইন নিয়ে ভূরুঙ্গামারী আসার পথে ৬০ হাজার টাকা মূল্যের ৬ গ্রাম হেরোইন, একটি ডায়াং-৮০ সিসি মোটরসাইকেল এবং নগদ ৭৩০ টাকা সহ দুই জনকে আটক করা হয়। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যাবসায়ী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন