কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা্য় ক্ষতিগ্রস্তরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার(৩০জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় প্রধানমন্তীর ত্রান ও কল্যান তহবিল থেকে উপজেলার ৬ টি ইউনিয়নের ১শ ২১ জন ক্ষতিগ্রস্ত মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,উপজেলার ভূরুঙ্গামারী সদর, আন্বারীঝাড়, শিলখুড়ি, তিলাই,পাইকেরছড়া ও চরভূরুঙ্গামারী এই ৬ টি ইউনিয়নের বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬০ জনকে ১০ হাজার ও আংশিক ক্ষতিগ্রস্ত ৬১ জনকে ৬ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন