কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুষ্টি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুষ্টি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪মে) উপজেলার শিলখুড়ী ইউনিয়নের গুচ্ছগ্রামে দিনব্যাপী জমজমাট এ মেলা অনুষ্ঠিত হয়।
পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপলস(পিপিআইপি) প্রকল্পের আওতায় জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২ উপলক্ষ্যে টিএমএসএস এই মেলার আয়োজন করে।
বেসরকারি সংস্থা এফসিডিও পিকেএসএফ এতে অর্থায়ন ও সহযোগিতা করে।
মেলায় পুষ্টি বিষয়ক আলোচনা,পুষ্টি বিষয়ক খাবার প্রদর্শন ,স্যাটেলাইট ক্লিনিক, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলম, পুষ্টি কর্মকর্তা সৈকত হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেনে।
এছাড়াও এতে জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিভিসি, ফোরাম ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন