কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কন্যা শিশু দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২২ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে চাইল্ড নট ব্রাইট প্রকল্পের আওতায় মহিদেব যুব কল্যাণ সমিতি-(এমজেএসকেএস) এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করে।
“ একমাত্র কিশোর কিশোরীরাই পারে বাল্য ও জোড়পূর্বক বিবাহ বন্ধ করতে-” এ বিষয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় ইউনিয়ন যুব ফোরামের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। উপজেলার যুব ফোরামের সদস্যদের বাল্য বিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক , চাইল্ড নট ব্রাইট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম খান, প্রকল্পের টেকনিক্যাল অফিসার (যুব উন্নয়ন) ইলিয়াছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন