কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাতিত্বে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সূজন কুমার ভৌমিক, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান , উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:শামীমা আক্তার ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমূখ।
মেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা ও বিভিন্ন স্কুল ও কলেজের আইসিটি বিভাগের শিক্ষার্থী,শিক্ষক ও শিক্ষিকাগণ অংশগ্রহন করেন। মেলা উদ্বোধনের আগে একটি র্যালি শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ভাবনী মেলায় ৪ টি স্টলে বীজ শুকানোর (ড্রায়ার) যন্ত্র ও পরিত্যক্ত পলিথিন থেকে পেট্রোল ও ডিজেল উৎপাদন যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভবনী যন্ত্র প্রদর্শন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন