কুড়িগ্রামের রৌমারীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/Kurigram-Rowmari-Asami-Momedul-Haque-photo-16.02.2022-521x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশি অভিযানে মোমেদুল ইসলাম (৪৩) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১ টার দিকে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী মোমেদুল ইসলাম (৪৩) উপজেলার চরশৌলমারী ইউনিয়নে পাখিউড়া মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
রৌমারী থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ জানান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় আসামীর বিরুদ্ধে ২০০৭ সালে ১১ নভেম্বরে দন্ডবিধি ৪১৯/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৯। সেই থেকে আসামী মোমেদুল ইসলাম পলাতক ছিলেন। ২০১৬ সালের ২ ফ্রেরুয়ারী আসামীকে ৩ বছরের সাজা ঘোষণা করেন আদালত। বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন