কুড়িগ্রামে ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/Kurigram-Union-Land-Cleaners-Human-Chain-Photo3-16-05-20222-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ৯ উপজেলার পরিচ্ছন্নকর্মীরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্ন কর্মী সংগঠণের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নকর্মী আসমা খাতুন, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ প্রমুখ।
বক্তারা বলেন, একজন দিনমজুর দিনে ৩শ’ টাকা মজুরী পেলেও পরিচ্ছন্নকর্মীরা দিনে গড়ে পান মাত্র একশ টাকা। মাসে ৩ হাজার টাকা বেতনে এই পরিবারগুলো মানবেতরভাবে জীবন যাপন করছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত্ম ডিউটি থাকায় বাইরে কাজ করার বিকল্প কোন সুযোগ থাকে না তাদের। ফলে ডালভাগ যোগার করা তাদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। এজন্য বেতন বৃদ্ধি এবং পদটি জাতীয়করণের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নকর্মীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন