কুড়িগ্রামে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থার উন্নয়নে কর্মশালা
কুড়িগ্রামে চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনার উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কৃষি বিভাগের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিভাগের উপ-পরিচালক মো: মন্জুরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই সরকার, প্রকল্পের টিম লিডার আব্দুল আওয়াল, এমজেএসকেএস পরিচালক শ্যামল চন্দ্র সরকার, পার্টনারশীপ এন্ড গ্রান্ড গ্রান্টস ম্যানেজার ইয়াছির আরাফাত, এমফোরসি-২ প্রকল্পের পরিচালক ডা: আব্দুল মজিদ প্রামানিক প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা সমুহের কর্মকর্তা, বাস্তবায়নকারী সংস্থা, প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী-বেসরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষি ও প্রাণি সম্পদ উপকরণ কোম্পানির প্রতিনিধিসহ চরাঞ্চলের কৃষক প্রতিনিধিগণ।
কর্মশালায় চরবাসীদের কৃষি বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন