কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাঁধা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য ও ছাত্রদল কেন্দ্রীয় সভাপতিকে পুলিশের অযাচিত হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।
মঙ্গলবার সকালে আমিন মোক্তারপাড়াস্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক শাওন, সোহেল, শিথিলসহ কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার আহবায়ক আকাশ, মজিদা কলেজ শাখার আহবায়ক নাহিদ সহ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন