কুড়িগ্রামে নতুন বই পেয়ে খুঁশি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

রবিবার (১ জানুয়ারী) সকাল ১০টা থেকে জেলার এক হাজার ৮৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক মিনাজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ।

কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ঠিকমত লেখাপড়া করতে হবে। বিশ্ব চ্যালেঞ্জের যুগে তোমাদেরকে আরো প্রতিযোগী হতে হবে। প্রত্যেককে প্রতিষ্ঠিত হতে হবে।