কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর চর থেকে যুবকের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/লাশ-উদ্ধার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে খাইরুল ইসলাম (২৩) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ওই যুবক সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (১১ জুলাই) সদরের পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খায়রুল ধরলা ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও লাশের কোন সন্ধান পায় না। রোববার দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খায়রুলের লাশ সনাক্ত করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, রোববার দুপুরে পাঁচগাছী ইউনিয়নে ভেলাকোপার একটি চরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক খায়রুলের বলে সনাক্ত করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন