কুড়িগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা ও ভূরুঙ্গামারী একাদশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/Kurigram-Bongobondhu-Bongomata-Football-Turnament-Final-Photo-05-06-2022.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকাদের বিভাগে কুড়িগ্রাম পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা একাদশ।
অপরদিকে বালকদের বিভাগে চিলমারী একাদশকে ৫-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম পৌরসভা একাদশ।
শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালিকা বিভাগে ভূরুঙ্গামারী দলের লাইজু খাতুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং শিল্পী খাতুন ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পায়।
অপরদিকে টুর্নামেন্টে বালক বিভাগে কুড়িগ্রাম পৌরসভার খেলোয়াড় কামরুল সেরা খেলোয়াড় এবং আরমান ১২টি গোল দিয়ে সর্ব্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, এডিশনাল পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন