কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি সামান্য কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে তিস্তাসহ অন্যান্য নদীর পানিও। এতে করে পানিবন্দি জীবন যাপন করছে অন্তত: ৩০ হাজার মানুষ।

এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে নদ-নদীর অববাহিকাসহ নীচু এলাকায় ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও ৮৫ হেক্টর জমির সবজি ক্ষেত।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করেছে।