কুড়িগ্রামে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/1_20220828_213548_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রামের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ভবনে উদ্বোধন হয়েছে মার্কস একটিভ স্কুল চেজ ক্যাম্পাস স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা-২০২২।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম ও সহ- সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেয়র কুড়িগ্রাম পৌরসভা মোঃ কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, বীর মুক্তিযোদ্ধা,সহ- সভাপতি জেলা ক্রীড়া সংস্থা,মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সভাপতি কুড়িগ্রাম প্রেসক্লাব,সহ- সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, অ্যাড আহসান হাবিব নীলু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুড়িগ্রাম মোঃ রুহুল আমিন, সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় কুড়িগ্রামের বিভিন্ন স্কুলের ক্ষুদে দাবারুরা অংশগ্রহন করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন