কুড়িগ্রাম খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/Kurigram-Body-Recovered-photo-06.02.2022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের নাগেশ্বীতে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারায় নির্মাণাধীন ব্রিজের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালের দিকে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাচলার সময় হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় পথচারীরা।
পরে বিষয়টি অবগত হয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার (ওসি-তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন