কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।
রবিবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে ৫০০ গজ গভীরে ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা ১৫ জেলেকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
সৈকতে নিমজ্জিত ট্রলারটি উপজেলার জেলার ধুলাসার ইউপির গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের বলে জানায় স্থানীয় জেলেরা।
ওই ট্রলারের মাঝি আলী হোসেন জানান, ‘নিন্মচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠলে তারা মাছ ধরা বিরত রেখে তীরে ফেরার চেষ্টা করে। তবে সৈকতের কাছাকাছি পৌছলে ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি ডুবে যায়।’
কুয়াকাটা আলীপুর মৎস্য ব্যবসায়ী আনসার উদ্দিন মোল্লা জানান, ‘নিন্মচাপের প্রভাবে সাগর উত্তল হয়ে উঠেছে। ওই ট্রলারের জেলারা তীরে ফেরার সময় ঢেউয়ের কবলে পড়ে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন