কুয়াকাটা সৈকতে এক পা বিহীন অসুস্থ মা কচ্ছপ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এবার এক পা বিহীন জীবিত মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকা থেকে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করেন।
তারা জানান, কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এর ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম পাড়তে কচ্ছপ তীরে চলে আসে বলেও জানান তারা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ মৌসুমের প্রথম থেকেই কুয়াকাটা সৈকতে প্রায় সাতটির মতো মৃত কচ্ছপ ভেসে এসেছে। তবে আজকে একটি অসুস্থ মা কচ্ছপ (ওলিভ রেডলি) জীবিত অবস্থায় আমাদের সদস্যরা উদ্ধার করে। প্রাণীটিকে বর্তমানে আমরা বনবিভাগ ও মৎস্য বিভাগের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করাচ্ছি। সুস্থ হলে অবমুক্ত করবো।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন