কৃত্রিম দ্বীপ নির্মাণ ইস্যুতে ফের উত্তপ্ত বেইজিং-ওয়াশিংটন
দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে চীনকে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানি এবং আকাশসীমায় টহল চালিয়ে যায় ওয়াশিংটন।
এরপরেই আমেরিকাকে সতর্ক করে চীনের হুশিয়ারি ছিল, টহল অব্যাহত রাখলে চীন-মার্কিন যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে৷
চীন এমন হুঁশিয়ারি দিতেই ওয়াশিংটন জানাল কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে তারা আকাশ এবং পানিপথে টহল দেবেই৷ হাওয়াই দ্বীপে মার্কিন সেনাবাহিনীর এক অনুষ্ঠানে কড়া ভাষায় এই মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কার্টার।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বিশ্বের আকাশ ও পানিসীমায় আমরা যেমন টহল দিই, দক্ষিণ চীন সাগরেও তেমনই টহল দেব। এ ব্যাপারে কোনো ভুল করলে চলবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন