কেউটে সাপের ফণায় আগুনের আভা!

কামারের মধ্যে ঘুরছে একটি সাপ। পাশে একটি কুকুর। কুকুরটির দিকে ফণা তুলে আছে সাপটি। সাপের ফণায় দেখা যাচ্ছে আগুনের আভা।

ভারতের কর্নাটকের চিকমাগালুরের এক খামারে এমন একটি কেউটে সাপের সন্ধান পেয়েছে গ্রামবাসী। সংশ্লিষ্ট খামারে নিয়মিতই এই সাপটি দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

সাপের ফণায় এই উজ্জ্বল লাল আভায় মুগ্ধ গ্রামবাসীদের অনেকেই মনে করেন, এই সাপটি দৈবপ্রেরিত। এর কোনও অলৌকিক ক্ষমতা রয়েছে। তাই নিয়মিত পূজা পায় সাপটি।