কে জানতে এই ব্রিটিশরাই একদিন বাংলাদেশের পতাকা বিক্রি করবে
ক্রিকেট বিশ্বে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। রোববার (২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের মাঝে ম্যাচটি শুরু হয়। কিন্তু তার আগেই লন্ডনের কেনিংটন ওভালে হাজির হতে শুরু করে টাইগারভক্তরা।
দেশের মাটিতে টাইগারদের খেলা হলে তো টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। আর বিদেশে খেলা হলেও প্রবাসী বাংলাদেশিদের দলবেঁধে স্টেডিয়ামে হাজির হওয়া নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও টাইগারদের উৎসাহ দিতে লন্ডনের ওভাল স্টেডিয়ামের হাজির হন বহু প্রবাসী বাঙালি।
এসব টাইগারভক্তরা নিজ দেশের ব্যানার-ফেস্টুন, মুখে আল্পনা আর বাংলাদেশের জার্সি গায়ে হাজির হন ওভালে। তবে ওভাল স্টেডিয়ামের সামনে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন অনেক ব্রিটিশ নাগরিক। শুধু পতাকা নয়, তাদের হাতে ছিল লাল-সবুজের মিশ্রণে বাংলাদেশের নামাঙ্কিত মাফলার। মাথায় ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়। বিপুলসংখ্যক ফেসবুক ইউজার শেয়ার করেন ছবিটি। সেই সঙ্গে লাইক আর কমেন্টতো আছেই।
নিয়াজ মাহমুদ নামে একজন ছবিটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেছেন, ‘প্রায় দুইশ বছর শাসন-শোষণ করা সেই ব্রিটিশরা আজ আমাদের দেশের জাতীয় পতাকা বিক্রি করে রুটিরুজির সন্ধান করছেন!’
আদনান শিকদার নামে একজন ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এদেশ শাসনকালে ব্রিটিশরা কি জানত যে ৭০-৮০ বছর পরে তাদের মাটিতেই বাংলাদেশ নামের একটা গর্বিত দেশের পতাকা বিক্রি করবে কোনো ব্রিটিশ নাগরিক! বৃটেনের মাটিতে ইহা-ই আমাদের গর্বিত অনুপ্রেরণা।’
সজিব রায়হান নামে আরেকজন লিখেছেন, ‘কার অবস্থান কোথায় যাবে তা একমাত্র আল্লাহ ভালো বলতে পারেন। শুধু বাস্তবতা আমাদের হাতে ধরে শিক্ষা দিয়ে যায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন