কোটা পুনর্বহালের দাবিতে আসছে বৃহত্তর কর্মসূচি
কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছেন তারা। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে ৯ ঘণ্টা স্থগিত ছিল আন্দোলন। শুক্রবার বেলা তিনটার দিকে আবারও শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন মুক্তিযাদ্ধার সন্তানরা।
মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালসহ ছয় দফা দাবি জানান তারা।
আন্দোলনে রাস্তা বন্ধ থাকায় গতকাল শুক্রবার ছুটির দিনেও তৈরি হয় তীব্র যানজট। ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম হাসপাতালমুখীরা পড়েন চরম ভোগান্তিতে।
পরে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক জামাল উদ্দীন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে আন্দোলন সাময়িক স্থগিত থাকবে। শনিবার বেলা ১২টার পর থেকেই আবার আন্দোলনে নামবেন তারা। শনিবারের মহাসমাবেশ সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রিসভায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের পর বুধবার রাতেই কোটা বহালের দাবিতে আন্দোলনে নামেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে সদস্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন