কোন কোম্পানির দুধে ভেজাল নামসহ তালিকা চেয়েছে হাইকোর্ট
কোন কোন কোম্পানির তরল দুধে ভেজাল ও ক্ষতিকার পদার্থ আছে সেগুলোর নামসহ পরিপূর্ণ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়।
বিএসটিআই পরিপূর্ণ প্রতিবেদন দিতে এক মাস সময় চেয়েছে। এ বিষয়ে পরবর্তি আদেশের জন্য ১৬ জুন সময় নির্ধারণ করেছে আদালত। আদালত প্রশ্ন তুলে বলেছে কিভাবে ভেজাল দুধে বাজার সয়লাব হয় সে বিষয়ে বিএসটিআইয়ের বিবেক কি দংশন করে না! এত বড় একটি জনস্বাস্থ্য বিষয় নিয়ে বিএসটিআইয়ের নিরবতায় বিস্ময় প্রকাশ করে আদালত।
গবেষণায় দেখা যায়, বাজারে কাঁচা দুধে ক্ষতিকর মাত্রায় টিপিসি ও কলিফরম রয়েছে। প্যাকেটের তরল দুধের ২১টি নমুনার মধ্যে ১৭টিতে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষা করা বিদেশি ১০টি প্যাকেটেরও একই অবস্থা। তবে কোন কোম্পানির দুধে এসব ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে তা প্রকাশ করা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন