‘কোমর ভাঙার ঘাড়ে হাঁটু ভাঙা বিএনপি’

আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে যাত্রাবাড়ী বিআরটিসি ডিপোর সামনে গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে দেশি-বিদেশি অনেক চক্রান্ত থাকবে।’

কারাবন্দি খালেদা জিয়া আর ড. কামালের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘হাঁটু ভাঙা বিএনপি এখন কোমর ভাঙা বুড়ো নেতার ঘাড়ে ভর করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেখতে দেখতে ১০ বছর হলো, বিএনপির আন্দোলন হবে কোন বছর? আন্দোলনে কেউ বিশ্বাস করে না। বিএনপির মরা গাঙে জোয়ার আসে না, আসবেও না।’

জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মামা বাড়ির আবদার উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো ভুয়া। নির্বাচন বানচালের দাবি।’

উন্নয়ন অর্জনের স্বার্থে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট চেয়ে কাদের বলেন, ‘স্লোগান পাল্টা স্লোগান দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। আমলনামা জমা আছে নেত্রীর কাছে। চাঁদাবাজি করে, কমিশন খায় যার লোক, তাকে মনোনয়ন দেয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘প্রার্থী হওয়ার অধিকার সবার আছে। শেখ হাসিনার বিচারে যারা এগিয়ে থাকবেন, তিনি প্রার্থী হবেন। তার পক্ষে বাকিরা কাজ করবেন।’