কোরবানির মাংস গরীব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে মুখে হাসি ফোটালেন পরীমণি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে এডিটিং মাঠে আজ শনিবার দুপুরে গরু দুটি কোরবানি দেওয়া হয়। কোরবানির পরই এফডিসিতে আসেন পরীমনি। নিজে দাঁড়িয়ে থেকে মাংস কাটা এবং গরীব-দুঃখীদের ও শিল্পীদের মধ্যে বিলিয়ে দিয়ে মুখে হাসি ফোটালেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
এই সময় পরী বলেন, ‘আমি তো এই চলচ্চিত্র পরিবারের একজন। আজ ঈদের দিন আমরা আনন্দ করব, আর যাঁদের সঙ্গে আমরা কাজ করি, তাঁরা বাসায় মন খারাপ করে থাকবেন, তাই কি হয়! গত বছর হঠাৎ করেই ভাবলাম কোরবানির ঈদটা তাঁদের সঙ্গেই করব। এবারও আমার সহশিল্পী, মানে আমার পরিবারের মানুষজনের সঙ্গেই ঈদ করছি।’
আজ বিএফডিসিতে উপস্থিত চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তথাকথিত এক্সট্রা, যাঁদের এখন বলা হয় সহশিল্পী, যাঁরা দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন সিনেমায়, তাঁদের অনেকেই এখন বেকার। কারণ, বিএফডিসিতে কাজ কমে গেছে। তাঁদের জীবনে তাই ঈদের আনন্দ নেই। প্রয়াত অভিনেতা সালমান শাহ ও রাজীব এই শিল্পীদের খোঁজখবর রাখতেন, এখন কেউ আর রাখেন না। তাঁদের অবস্থা নিয়ে গত বছর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তা দেখে পরীমনি চলচ্চিত্রে তাঁর সহশিল্পীদের জন্য বিএফডিসিতে ঈদের দিন গরু কোরবানি দেন। আর সেই মাংস সহশিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিতরণ করেন। কাজটি তিনি এবারও করেছেন। জানা গেছে, গত বুধবার পরীমনি তাঁর লোক দিয়ে আফতাবনগর থেকে দুটি গরু কিনেছেন। গরু দুটির দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। প্রথম দিন গরু দুটি তিনি বনানীতে নিজের বাসায় রেখেছেন। পরে নিয়ে আসেন বিএফডিসিতে।
পরীমনি বলেন, ‘গত বছর প্রথম ছিল। অনেকেই তা জানতে পারেননি। এবার আগে থেকেই তাঁরা যোগাযোগ করেছেন। তাই দুটি গরু কিনেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে সংখ্যা বাড়তেও পারে। আর এই কাজটা আমি কোনো প্রচারণার জন্য করছি না। যতটুকু পারছি করছি। পুরোটাই আমার মনের তাগিদ থেকে করছি।’
ঈদ উপলক্ষে আজ পরীমনি অভিনীত ছবি ‘সোনা বন্ধু’ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। পরীমনি জানালেন, আজ সন্ধ্যায় একটি প্রেক্ষাগৃহে তিনি ছবিটি দেখতে যাবেন। সেখান থেকে ফিরে যাবেন পিরোজপুরের ভান্ডারিয়াতে, আত্মীয়স্বজনের কাছে, ঈদ করতে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন