কোহলির নেতৃত্বে বিশ্বকাপে ভারতের চূড়ান্ত দল ঘোষণা
হাড্ডাহাড্ডি লড়াই, নানা তর্কে-বিতর্কে উত্তাপ ছড়াচ্ছে আইপিএল। এর মাঝে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল বেছে ফেললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্বাচকেরা।
বেশি আলোচনা হচ্ছিল, ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গা নিয়ে। এ নিয়ে বেশ শোরগোল হলো স্কোয়াড নির্বাচনী বৈঠকে। কয়েকজনের পক্ষে-বিপক্ষে আলোচনার পর অবশেষে সেই স্থানে ঠাঁই পেলেন বিজয় শঙ্কর। এটিই বড় চমক। আইপিএলে দুর্দান্ত করায় কপাল খুললো তার।
ইংল্যান্ড বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে কে জায়গা পাচ্ছেন তা নিয়ে হইচই ছিল। লড়াইটা ছিল মূলত রিশভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্যে। তবে তরুণ তুর্কি পন্থের ওপর ভরসা করতে পারেননি নির্বাচকেরা। বদলে কিছুটা অপ্রত্যাশিতভাবেই স্কোয়াডে রাখা হয়েছে কার্তিককে। অভিজ্ঞতায় এগিয়ে থাকায় জায়গা পেলেন তিনি।
এই চমকের সঙ্গে রয়েছে আরেকটি কাকতালীয় ঘটনা। বোলার হিসেবে নয়, অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন রবীন্দ্র জাদেজা। চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষদিকে নেমে দারুণ খেলছেন তিনি। সেই ফিনিশিং টাচের জন্যই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ জুন বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। দুই দলের খেলা শুরু হবে বিকেল ৩টায়। ব্যাট-বলের যুদ্ধ হবে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামে।
বিশ্বকাপে ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন