ক্যান্সারের নতুন ভ্যাকসিন, লাগবে না কেমোথেরাপি
ইঁদুরের শরীরে ক্যান্সারের নতুন একটি ভ্যাকসিনের পরীক্ষা চালানোর পর একদল বিজ্ঞানী সফল হওয়ার দাবি করেছেন। তারা বলেছেন, এই ভ্যাকসিন প্রয়োগের পর ইঁদুরের শরীরের ব্লাড টিউমার ৯৭ শতাংশ নিরাময় হয়েছে।
ক্যান্সার নিরাময়ের এই ভ্যাকসিনে লিমফোমা রয়েছে স্বল্প মাত্রার। চলতি বছরের শেষের দিকে মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
ভ্যাকসিনটি নেয়ার পর ক্যান্সার আক্রান্ত রোগীকে কেমোথেরাপি নেয়ার প্রয়োজন হবে না। এছাড়া ভ্যাকসিনে রোগীদের স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ কোনো উপাদান নেই। তবে ইঞ্জেকশন নেয়ার পর জ্বর এবং ইঞ্জেকশন স্থানে ব্যথা দেখা দিতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, মানব শরীরে পরীক্ষা চালানোর অনুমোদন পেলেও আগামী এক অথবা দুই বছরের মধ্যে এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না।
দীর্ঘস্থায়ী পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টির পরিবর্তে টিউমার নিরাময়ে ইমিউন সিস্টেম সক্রিয় করে তুলবে। নতুন এই ভ্যাকসিন নেয়ার ফলে লসিকাগ্রন্থি থেকে সৃষ্ট ব্লাডক্যানসার লিমফোমা স্বল্পমাত্রায় দেখা দিতে পারে; যা বিভিন্ন শ্বেত রক্ত কোষকে প্রভাবিত করে।
এছাড়া স্বাভাবিকভাবে চিকিৎসার প্রতি সাড়া দেয়, কারণ এটি প্রায়ই ইমিউন সিস্টেম দ্বারা সনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর অন্তত ১৭ লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী ডা. রোনাল্ড লেভির নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন এই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ক্যান্সার নিয়ে আমাদের ভয়াবহ সমস্যা রয়েছে। প্রত্যেকের জন্য সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা কখনই সন্তুষ্ট হবো না।
সূত্র : ডেইলি মেইল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন