ক্যান্সারের সম্ভাবনা তৈরি করে পেটের অতিরিক্ত মেদ

পেটের অতিরিক্ত মেদ জমার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সম্প্রতি একটি গবেষনায় এই তথ্যে প্রকাশ পেয়েছে।

পেটের অতিরিক্ত মেদ ক্যানসার না হওয়া কোষগুলিকে ক্যান্সারের কোষে বদলে দিতে পারে। ওবেসিটির ফলে স্তন, প্রস্টেট, কোলন, কিডনিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা জানিয়েছেন, পেটে জমে থাকা অতিরিক্ত ফ্যাটে এক ধরনের প্রোটিন থাকে। গবেষকেরা ইঁদুরের উপর একটি পরীক্ষা করেন। সেখানে বেশ কয়েকটি ইঁদুরকে হাই ফ্যাট ডায়েট দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় ইঁদুরগুলির মধ্যে FGF2 প্রোটিন জমেছে। এই FGF2 প্রোটিনের ফলেই শরীরে টিউমার হয়।

এই প্রোটিনই আবার টিউমারের মধ্যে থাকা ক্যান্সারহীন কোষগুলিকে ক্যান্সার কোষে রূপান্তরিত করতে পারে। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্যান্সার প্রতিরোধ করতে হলে শরীরে একেবারেই অতিরিক্ত মেদ জমতে দেওয়া চলবে না। আর তার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হবে।