ক্যালিফোর্নিয়ায় বৈধ হল গাঁজা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিনোদনের জন্য ১ জানুয়ারি থেকে গাঁজা সেবন বৈধ করা হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হল- শুধু ২১ বছরের বেশি বয়স্করাই গাঁজা সেবন করতে পারবেন এবং তারা একবারে ২৮ গ্রামের বেশি গাঁজা তার কাছে রাখতে পারবেন না। এছাড়া, নতুন আইন অনুযায়ী গাঁজা সেবনকারীরা বাড়িতে ছয়টি পর্যন্ত গাঁজার গাছ লাগাতেও পারবেন।

এদিকে এরই মধ্যে এর বিরোধীতা শুরু হয়ে গেছে। বিরোধী বলছেন, এর ফলে গাঁজার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বেড়ে যাবে এবং তরুণরা মাদক সেবন করতে শুরু করবে।

অন্যদিকে গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত মহলগুলো মনে করছে, আগামী কয়েক বছরে একে কেন্দ্র করে শত শত কোটি ডলারের শিল্প গড়ে উঠবে।

উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই ক্যালিফোর্নিয়ার জনগণ গাঁজা বৈধ করার প্রশ্নে এক ভোটাভুটিতে অংশ নেন এবং তার ফলাফল বৈধ করার পক্ষেই যায়। এর পর এতদিন ধরে গাঁজা বিক্রি সংক্রান্ত নিয়মকানুন এবং কর কাঠামো তৈরির কাজ চলছিল।

সূত্র: বিবিসি