ক্রিকেটের অন্ধকার জগত নিয়ে আল জাজিরার নতুন বোমা
বছরের শুরুতে স্পট-ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে তথ্যবহুল একটি প্রামাণ্যচিত্র প্রচার করে গোটা ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিল কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। তার রেশ কাটতে না কাটতেই স্পট-ফিক্সিং নিয়ে নতুন বোমা ফাটানোর ঘোষণা দিল নিউজ চ্যানেলটি! শিগগিরই প্রচার করা হবে ক্রিকেটের অন্ধকার জগত নিয়ে অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রের দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা ও ভারতের বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটারের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। দ্বিতীয় পর্বে সুনির্দিষ্টভাবে অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার নতুন অভিযোগ ও তার প্রমাণ হাজির করবে আল জাজিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, নতুন অভিযোগের সঙ্গে ২০১১ সালের কিছু ঐতিহাসিক ম্যাচের যোগসূত্র রয়েছে। ওই বছর অ্যাশেজ, ওয়ানডে বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ কিছু সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, এর কয়েকটি ম্যাচেই স্পট-ফিক্সিংয়ের ঘটনা ঘটেছিল। আইসিসির পাশাপাশি সিএ এ নিয়ে তদন্ত চালাচ্ছে।
কিন্তু আল জাজিরার কাছ থেকে নির্ভরযোগ্য কোনো প্রমাণ না পাওয়ায় দলের বর্তমান ও সাবেক কোনো ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা তদন্ত অব্যাহত রাখলেও আল জাজিরার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে। আল জাজিরার গোপন ভিডিওতে ফিক্সিং কেলেংকারির হোতা হিসেবে যাকে দেখানো হয়েছে, ভারতের বেটিং চক্রের সেই রহস্যময় চরিত্র অনিল মুনাওয়ারকে এখনও খুঁজে বের করতে পারেনি আইসিসি।
ফিক্সিংয়ের রহস্যময় চরিত্র উধাও!
ফিক্সিং নিয়ে আল জাজিরার প্রামাণ্যচিত্রের তদন্তে নেমে বিপাকে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রামাণ্যচিত্রে দেখান হয়েছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির কথিত সদস্য অনিল মুনাওয়ারকে। রহস্যময় এই চরিত্রের কোনো হদিস খুঁজে পায়নি আইসিসি। তাই সংস্থাটি তাকে খুঁজে বের করতে আবেদন জানিয়েছে বিজ্ঞপ্তিতে।
আইসিসি তদন্তের স্বার্থে প্রামাণ্যচিত্র সংশ্লিষ্ট সবার পরিচয় বের করলেও রহস্য হয়ে আছেন শুধু অনিল মুনাওয়ার। বাকিদের সঙ্গে কথা বলা সম্ভব হলেও মুনাওয়ারের কোনো তথ্য হাতে পায়নি তারা।
অথচ আল জাজিরা জানিয়েছে, দ্বিতীয় পর্বের প্রামাণ্যচিত্রে এ রহস্যময় চরিত্রকেই দেখা যাবে কেন্দ্রীয় ভূমিকায়! তাই অনিল মুনাওয়ারকে খুঁজতে আবেদন জানিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল, ‘মূল প্রামাণ্যচিত্রে দেখান সবাইকেই আমরা বের করতে পেরেছি। এমনকি ফিক্সিংয়ের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সঙ্গে কথা হয়েছে। শুধু অনিল মুনাওয়ার এখনও রহস্য হয়ে আছেন। ওই অনুষ্ঠানে তাকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। তার পরিচয় ও অবস্থান সম্পর্কে নিরাপত্তা সংস্থা ও ইমিগ্রেশন সোর্সের কাছ থেকে কিছুই জানা যায়নি।’
এ অবস্থায় জনসাধারণ ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার কাছে তার পরিচিতি ও অবস্থান জানিয়ে সহযোগিতা করতে আবেদন জানিয়েছে আইসিসি। পুলিশি তদন্তেও এমন আহ্বান করা হয়ে থাকে। সেই পথে হাঁটারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি আরও জানিয়েছে, পুরো তদন্ত শেষেই বিস্তারিত কিছু জানাতে পারবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন