ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয় : রিজভী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/রিজভী-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জমিদারতন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয়। গোটা জাতিকে আজ বিভক্ত করা হয়েছে।
রবিবার নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, ‘৭২ এর পর থেকেই আওয়ামী লীগ একের পর এক ভুল করেছে। মানুষের যে অভিপ্রায় তারা কখনওই তার মূল্য দিতে জানে না।’
তিনি আরও বলেন, ‘দেশে লুটপাটের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজীর আর আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল হয়েছে। শুধু মাত্র সরকারের আশ্রয়ে এসব করেছেন তারা।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন