খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনূর্ধ্ব-১৬ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫সদর উপজেলায় ক্রিকেট টুর্নামেন্ট (অ-১৬) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪শে ডিসেম্বর) ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্রীড়া অফিসার মো: হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, শিশু ও কিশোরদের মোবাইল থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা উচিত। সুস্থ্য শরীর ও মন ভালো রাখতেও খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিশু-কিশোররা একসঙ্গে বসে মোবাইলে খেলছে অথচ একে-অপরের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলছে না। আর এভাবেই সমাজিক আচরণ বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারছে না শিশুরা। পাশাপাশি তাদের মানসিক বিকাশও ঘটছে না।

এখনই মোবাইলের অপব্যবহার রোধ করতে হবে এবং প্রয়োজন ছাড়া শিশু-কিশোররা যেন মোবাইল ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কিশোরদের মোবাইল ছেড়ে অবশ্যই খেলার মাঠে মনোযোগ দিতে হবে।

এ টুর্নামেন্টে তিন দল অংশ নেন। এতে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি-কে ৫উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন প্রজন্ম ক্লাব। আলোচনা সভার পরপরেই বিজয়ীদের রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, ক্রীড়া সংগঠক ও প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্রীড়া সংগঠক রেভিলিয়াম রোয়াজাসহ অন্যান্য ক্রীড়া সংগঠক ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।