খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও সারাদেশের মতো “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার। (৯ই ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শহরের পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক মো: জাহিদ কালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন মজুমদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা। সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু আর্থিক অনিয়ম রোধ নয়, দায়িত্বের প্রতি অবহেলা বন্ধ করাও দুর্নীতি প্রতিরোধের অংশ। তাই দুর্নীতির বিরুদ্ধে সো”চার হওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানান তারা।

দীঘিনালা উপজেলায়:

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা, দূর্নীতি কে না বলি বিভিন্ন শ্লোগান ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাববন্ধন করা হয়েছে। সোমবার (৯ই নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ কমপ্লেক্স মুক্তিযোদ্ধা মঞ্চে সামনে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেরা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন আলোচনা সভার সভাপতিত্বে দীঘিনালা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি জেসমিন চাকমা।

দীঘিনালা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: হাসান মোর্শেদ রিফাত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা থানা প্রতিনিধি এসআই নুর উদ্দিন প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মো: সেলিম, দীঘিনালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ‘র অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক, দীঘিনালা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা নিজেরা দূর্নীতি করব না, দূর্নীতি করতে দিবনা, দুর্নীতি সইব না। আজকের তারুন্যেরা পারবে আগামীর দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে। মানুষ হিসেবে মানবিক গুলাবলি দিয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানে কাজ করলে দূর্নীতি কমে আসবে। মানুষের অধিকার গুলো পাওয়ার জন্য কোন ধরনে কিছু না নিয়ে কাজ করতে হবে। দূর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের পাহাড় করে সাময়িক সুখ-শান্তি পাওয়া যায় দীর্ঘ মেয়াদি শান্তি পাওয়া যায় না।