খাগড়াছড়িতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে অবহিতকরণ সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি’র সহযোগিতায় এবং জাবারাং, তৃনমূল ও কেএমকেএস’র উদ্যোগে জেলাতে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “২০৩০সালের মধ্যে মাসিককে জীবনের স্বাভাবিক বিষয় হিসেবে পরিণত করা”।

রোববার (২৮শে মে) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মিলায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক(উপ-পরিচালক) ডা. শহীদ তালুকদার।

অবহিতকরণ সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রজেক্ট কো: অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্যবিধির মূল উদ্দেশ্য হল নিরাপদ পিরিয়ডের সুবিধা সম্পর্কে কৈশোর তথা মহিলাদের সচেতন করা। পাশাপাশি তাদেরকে খোলাখুলিভাবে কথা বলার জন্য উৎসাহিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রাজর্ষী চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিংঅং মারমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র এডভোকেসি অফিসার মিহির কান্তি ত্রিপুরা প্রমুখ।