খাগড়াছড়িতে দি ল্যাপ্রোসি মিশন বাংলাদেশ উদ্যোগ বার্ষিক কর্মশালা
খাগড়াছড়ি পার্বত্য জেলায় দি ল্যাপ্রোসি মিশন বাংলাদেশ উদ্যোগে বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে জেলা সদর শান্তিনগরের বানৌক গেষ্টস হাউজে হল রুমে দি লেপ্রোসি মিশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা উদ্যোগে অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন কুষ্ঠ রোগী, ইউনিয়ন চেয়ারম্যান, গ্রাম হেডম্যান, কারবারি ভুক্তভোগী বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আয়োজন করা হয়েছে।
দিলীপ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদ্দুজ্জামান। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মো: সাবের হোসেন, ডাক্তার জীবন চাকমা, দি ল্যাপ্রেæাসি মিশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার প্রকল্প ম্যানেজার পরশ চাকমা, জেলা ফ্যাসিলেটর বিরমহন ত্রিপুরা।
এ সময় ডাক্তার জীবন চাকমা প্রজেক্টর এর মাধ্যমে কর্মশালায় অতিথি প্রতিনিধি ও রোগীদের কুষ্ঠ রোগের বিভিন্ন দিক চিকিৎসা প্রতিরোধের উপায়, ওষুধ সেবন বিভিন্ন বিষয়ে ভিডিও চিত্র মাধ্যমে তুলে ধরে বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে জেলা প্রশাসক বলেন কুষ্ঠ রোগ ঐতিহ্যবাহী ও পুরাতন একটি রোগ। এ রোগকে দেখলে আগে অনেকে ভয় পেত এবং তাদের পাশে যেতে অনিহা সৃষ্টি হতো, এমনকি তাদেরকে সমাজে একঘর করে রাখা হতো। কিন্তু কালের বিবর্তনের ফলে এ কুষ্ঠ রোগ এখন সম্পূর্ণ নিরাময় যোগ্য রোগ যথাযথ ঔষধ ব্যবহারের ফলে এ রোগ সম্পুর্ন ভালো হয়, তাই এ রোগ হলে রোগীকে অবহেলা না করে যথাযথ চিকিৎসা নেওয়ার তাগিদ দেন তিনি।
এ সময় জেলা সিভিল সার্জন তার বক্তব্যে বলেন কুষ্ঠ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত আন্তরিক এ রোগের জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে, এখানে উপস্থিত আপনারা গ্রামের যারা জনপ্রতিনিধি কারবারি হেডম্যান আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে গ্রামে কেউ যদি এ রোগে আক্রান্ত হয় বা কোথাও কোন জায়গায় উপসর্গ দেখা দেয় সাথে সাথে তাদেরকে সরকারি সেবা তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য পাশে থাকুন।
এ সময় ল্যাপ্রোসি মিশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা বলেন, ল্যাপ্রেæাসি মিশন বাংলাদেশ আমাদের সমাজের প্রতিটি স্তরে কুষ্ঠ রোগীদের স্বাস্থ্য সেবা বিষয়ে অতি যত্নের সাথে কাজ করছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং আর্থিক সহযোগিতাসহ সকল বিষয়ে নজর দিয়ে আসতেছে এবং এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্য অতিথিরা কুষ্ঠ রোগ বিষয়ে ব্যাপক আলোচনা করে এ রোগের করণীয় প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন