খাগড়াছড়িতে বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনের জেলা শহরে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের মিল্লাত চত্বরে থেকে একটি বণ্যাঢ্য আনন্দ র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সাড়ে ১৫বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধবংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মাষ্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন