খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। জেলার দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৬ মে) তাঁকে(আসামী) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে নিলয় চৌধুরী ইগলুকে আটক করা হয়। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, নিলয় চৌধুরী ঈগলু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে, শুক্রবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।