খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ২টি ইটভাটায় জরিমানা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ২টি ইটভাটায় জরিমানা করেছে। মহামান্য হাইকোর্টে রীট পিটিশনমূলের আদেশ ক্রমে খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ২টি ইটভাটার সম্পন্ন কার্যক্রম বন্ধ ঘোষণা ও নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার(২৩শে ডিসেম্বর) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক দুইটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: মামুনুর রশীদ।

এ সময় তিনি বলেন, ‘মহামান্য হাইকোট্রেড রীট পিটিশনমূলের আদেশ ক্রমে উপজেলা সব কয়টি ইটভাটা বন্ধ ঘোষনা করা হয়েছে। মহামান্য হাইকোটের ভিন্ন কোন আদেশ না দেওয়া পর্যন্ত ইটভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধ থাকবে।’

এ সময় ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩এর ১৫ধারা অনুযায়ী দুইটি ইট ভাটার মালিক থেকে নগত ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে ব্যানার টাঙ্গিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমানণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো: জাফর উল্লাহ্, দীঘিনালা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: আলাউদ্দিন, দীঘিনালা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া প্রমুখ।