খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক পরিবহন আইনে ১৪টি মামলা
খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীঘিনালা উপজেলায় সড়ক পরিবহন আইনে ১৪টি মামলা দায়ের করেছে। জেলার দীঘিনালায় সড়ক পরিবহন আইনে যানবাহন মালিকদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার(২০শে আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার খাগড়াছড়ি দীঘিনালা আন্ত: প্রধান সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি জানান, ‘সড়ক পনিবহন আইন ২০১৮অমান্য করায় ১৪টি মামলায় ৭হাজার ৫০০টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ১৪জনকে জরিমানা করেছি।’
তিনি আরো বলেন, ‘সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দূর্ঘটনা ঘটবে না। পর্যটক বান্ধব সমৃদ্ধ দীঘিনালা গড়ার লক্ষ্যে সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন