খাগড়াছড়ির দীঘিনালা প্রশাসনের মতবিনিময় সভায় গুজবে কান দেয়া যাবে না- জেলা প্রশাসক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজলোয় (১৭ই জুলাই) সোমবার বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তাই প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুজবে কান দেয়া যাবে না। শান্তিপূর্ণ ভোট গ্রহণ আয়োজনের সকল প্রার্থীকে নির্বাচনী আচরন বিধি ও আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান।
বুধবার(১২ই জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, জেলা নির্বাচনী কর্মকর্তা মো: কামরুল আলম, দীঘিনালা সেনা জোনের এ্যাডজুটেন্ট ল্যাফটেন্যান্ট মেহেরাজ, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ শাহেনসা লতিফুর রহমান খায়ের, দীঘিনালা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, ‘নির্বাচন চলাকালীন সময় অনেক গুজব ছড়ায়, যাচাই-বাচাই না করে এসব গুজবে কান দেয়া যাবে না।’ এসময় তিনি প্রার্থীদের সহযোগিতা চেয়ে বলেন, ‘সকল ভোটারদের ভোটকেন্দ্রে এসে যাতে শান্তিপূর্ন ভোটারাধিকার প্রয়োগ করতে পারে সে দিকে লক্ষ রেখে সকলকে সহযোগীতা করতে হবে। আইন- শৃংখলা বাহিনী সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। সকল প্রার্থীকে নির্বাচনী আচারন বিধি মেনে চলতে হবে। তাহলে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্ভব।’
এর আগে প্রার্থীদের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এছাড়া প্রতিদ্বদ্ধী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীপুলাক্ষ্য চাকমা, সন্তোষ জীবন চাকমা, গগন বিকাশ চাকমা, নিউটন চাকমা, অলকেশ চাকমা, নৌকা প্রতীক প্রার্থী অনুপম চাকমা, মেম্বার পদপ্রার্থী মো: জাকির হোসেন।
এসময় প্রার্থীরা আসন্ন বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন