খাগড়াছড়ির পানছড়ি লোগাং সেতু দর্শনার্থীর পদচারনায় মুখরিত
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং সেতু এখন একটি বিনোদন কেন্দ্র। পড়ন্ত বিকেলে বাহারী ছাতা টাঙিয়ে সাজানো হয় ছোট ছোট দোকান। সেখানেই মিলে নানান স্বাদের খাবার। যার মাঝে রয়েছে মজাদার পাঁচন, বিরিয়ানি, ফুচকা, চটপটি, ডিম সিদ্ধ, পাহাড়ি পিঠা, ঝাল চানাচুরসহ নানান মৌসুমী ফল।
তাছাড়া রয়েছে আম, চালতা, বড়ই ও তেঁতুলের আচার। তাই দুর—দুরান্তের দর্শনার্থীর পদচারনায় লোগাং সেতু মুখরিত থাকে পড়ন্ত বিকেলে সন্ধ্যা পর্যন্ত।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বড় কলক এলাকার পিংকু চাকমার হাত ধরেই এই বিনোদন কেন্দ্রের সুত্রপাত। মজাদার খাবার সাথে সাউন্ড বক্সে গানের সুরে সুরে দোকানটি দু’তিন দিনেই লাভ করে নেয় ব্যাপক পরিচিতি। এর পরেই স্থানীয় লেন্ডিয়া পাড়ার সুজাতা, মাচ্ছ্যাছড়ার ডেন্টি চাকমাসহ অনেকেই সেতুতে ছুটে আসে ভ্রাম্যমান দোকান নিয়ে। বর্তমানে বিকেল হলেই সেতু এলাকা যেন দর্শনার্থীর মিলনমেলা।
এ সময় কথা হয় মোবারক, আরিফ, হাসান ও মামুনের সাথে। তারা জানান, লোগাং সেতুটি অনেক সুন্দর। পাশাপাশি যুক্ত হয়েছে ছোট ছোট ভ্রাম্যমান দোকান। বিকেলে মুক্ত মনে লোগাং সেতুতে দক্ষিণের মৃদু হাওয়ায় মন জুড়িয়ে যায়। তাই বন্ধুরা মিলে ঘুরতে আসা। তবে চলার পথে অনেকে গাড়ি থামিয়েও সৌন্দর্য উপভোগ করে।
এলাকার সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার লোগাং সেতুটি তিন পার্বত্য জেলার সবচেয়ে দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য ১৪৩.০৫মিটার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১সালের ৯ই নভেম্বর ভার্চুয়ালি সংযুক্তি থেকে দৃষ্টিনন্দন সেতুর শুভ উদ্বোধন করেন। যার সৌন্দর্য উপভোগে বিকেল হলেই ছুটে আসা দর্শনার্থীর পদচারনার মুখরিত থাকে পুরো এলাকা জুড়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন